উড়োজাহাজ বিধ্বস্তে আকরাম-শোয়েবরা হতবাক
করাচিতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৯৭ জনের অধিক। ভয়াবহ এ ঘটনায় শোকের কালো ছায়া নেমে এসেছে পুরো পাকিস্তানে। বাদ যায়নি দেশটির ক্রিকেটাঙ্গনও। মর্মান্তিক এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ক্রিকেটাররা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে শোক জানিয়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার টুইটারে লিখেন, 'এইমাত্র পিআইএ’র হৃদয়বিদারক উড়োজাহাজ বিধ্বস্তের খবর পেলাম। দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত দান করেন। উড়োজাহাজটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে।'
পাকিস্তানের ফাস্ট বোলিং লিজেন্ড ওয়াসিম আকরাম টুইট বার্তায় জানান, 'এটা জাতীয় ট্র্যাজেডি। কল্পনাও করিনি এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হব। আমি ও আমার পরিবার দোয়া করছি।'
ক্ষতিগ্রস্ত পরিবারকে সাবেক স্পিনার সাঈদ আজমলের সমবেদনা, 'করাচিতে পিআইএ’র বিমান দুর্ঘটনার খবর পেয়ে হতবাক হয়ে গেছি। নিহত যাত্রী ও ক্রুদের পরিবারকে জানাই সমবেদনা।'
অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, 'শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।'