৬ জুন অস্ট্রেলিয়ার মাঠে ফিরছে ক্রিকেট
৮ জুলাই সাউদ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। করোনাভাইরাস লকডাউনের পর এটাই হবে প্রথম কোনো টেস্ট বা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তবে তার আগে ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ার মাটিতে।
অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে চলতি সপ্তাহেই। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে দেশটিতে স্থগিত ক্রিকেট ফিরছে ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২০ দিয়ে। টুর্নামেন্টটি শুরু হচ্ছে ৬ জুন। আর আট দলের এ আসরের পর্দা নামবে ৮ জুন।
ক্রিকেট শুধু মাঠেই ফিরছে না। দর্শকদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে ডারউইনের এই টি-টোয়েন্টি কার্নিভাল। মাঠে বসে ৫০০ জনের অধিক দর্শক খেলা উপভোগের অনুমতিও পাবেন।
তিন দিনের এই ক্রিকেট কার্নিভালের ম্যাচ হবে সব মিলিয়ে ১৫টি। খেলা হবে মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল ও ক্যাজালি ওভালে। প্রতি দিন খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ও বেলা ২টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে অংশ নিবে ডারউইন প্রিমিয়ার গ্রেডের সাতটি ক্লাব। তাদের সঙ্গে খেলবে আমন্ত্রিত একটি দল। একটি সেমিফাইনাল, ফাইনাল ও কয়েকটি ম্যাচ মাইক্রিকেট ফেসবুক পেজে লাইভ দেখতে পারবে ক্রিকেট দুনিয়া।
তবে স্বাস্থ্যবিধি মানতে হবে ক্রিকেটারদের। সাদা কুকাবুরা বলের উজ্জ্বলতা বাড়াতে ঘাম বা লালা মাখানো নিষেধ।
ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শেষে সপ্তাহান্তে মাঠে গড়াবে ১৪ রাউন্ডের ডারউইন ও ডিস্ট্রিক্ট ওয়ানডে মৌসুম। ফাইনাল হবে ১৯ সেপ্টেম্বর।