‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পেলেন ক্লার্ক
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০১৫ সালে। অনেকটা আগেই সরে দাঁড়িয়েছেন মাইকেল ক্লার্ক। তবে ক্যারিয়ারে নানা কীর্তি গড়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া পেয়েছে ২০১৫ সালের বিশ্বকাপ। সঙ্গে একাধিক ছোট বড় অর্জন তো আছেই। অজি ক্রিকেটে তার অবদানের শেষ নেই।
সেই অবদানকে মনে রাখতেই রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাবে সম্মানিত করা হয়েছে ক্লার্ককে। এর আগে এ খেতাব পেয়েছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহও।
সন্দেহ নেই এই সম্মান খুশির পরশ হয়ে এসেছে ক্লার্কের জীবনে। দারুণ খুশি তিনি। বলছিলেন, ‘সত্যি বলছি বিশ্বাসই করতে পারিনি আমি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল উপহার দিচ্ছে। বিস্মিত আমি। তবে এটাও ঠিক নিজেকে সম্মানিতও মনে করছি।’
ফর্মে থাকতেই খেলা ছাড়েন ক্লার্ক। ৩৯ বছর বয়সী এই তারকা ২০১৫ বিশ্বকাপ জেতার পর পরই বলেন গুডবাই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টে করেন ৮৬৪৩ রান। ২৪৫টি ওয়ানডে করেন ৭৯৮১ রান।
এর আগে রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ পেয়েছেন রিকি পন্টিং, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার ও বব সিম্পসনও।