নির্বাসন শেষে ফেরার অপেক্ষায় শ্রীশান্ত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেরালার রনজি দলের হয়ে মাঠে ফিরতে চান শ্রীশান্ত

কেরালার রনজি দলের হয়ে মাঠে ফিরতে চান শ্রীশান্ত

বয়স ৩৭ পেরিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বয়স। কিন্তু হাল ছাড়ছেন না শ্রীশান্ত। নিষেধাজ্ঞা শেষে ফের ক্রিকেটের জমিনে পা রাখার অপেক্ষায় ভারতের এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার শান্ত কুমারন শ্রীশান্ত জানিয়ে রাখলেন- তিনি পুরো ফিট! ফের ক্রিকেটে ফিরতেও প্রস্তুত।

অবশ্য পথ না হারালে ক্যারিয়ারটাও ভিন্ন হতে পারতো শ্রীশান্তের। কিন্তু আইপিএলে ভুল করে বসেন এই পেসার। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। তার পথ ধরে ২০১৩ সালে শ্রীশান্তকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রাজস্থান রয়্যালসে তার দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে নির্বাসন দেয় বোর্ড।

বিজ্ঞাপন

যদিও এরপর শ্রীশান্তের শাস্তি কমিয়ে করা হয় ৭ বছর। সামনে ১৩ সেপ্টেম্বর মুক্তি মিলবে তার। এরপরই মাঠে ফিরতে চান তিনি। কেরালার রনজি দলে খেলতে চান এই পেসার। তবে তার আগে করোনা পরিস্থিতির উন্নতিও হতে হবে।

শ্রীশান্ত বলছিলেন, ‘‌মনে হচ্ছে সেপ্টেম্বরে সরকারি ঘোষণা আসবে সবাই মাঠে ফিরতে পারব। এর আগে ফিট রাখার জন্য নিয়মিত অনুশীলন করছি নিয়মিত। সবাই সমর্থন করেছেন। নির্বাচক থেকে সতীর্থরাও আমাকে রনজি দলে চাইছেন।’‌

বিজ্ঞাপন

এ অবস্থায় শাস্তি শেষ হলেই কেরালা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার আগে অবশ্য সাত বছরে অনেক শিখেছেন। শ্রীশান্ত বলছিলেন, ‘‌সাত বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করব। এতদিন ক্রিকেট মিস করেছি আমি। টিম ইন্ডিয়ায় খেলার দিনগুলো এখনও মনে আছে। এখন তো মুখের লালা বলে ব্যবহার করতে পারব না। ঘাম ব্যবহার করা যেতে পারে। আইসিসি'র সিদ্ধান্ত মেনেই নামতে হবে মাঠে।’