অবশেষে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত সাইফ স্পোর্টিং

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে কোনো বাধা থাকল না সাইফ স্পোর্টিং’র

নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে কোনো বাধা থাকল না সাইফ স্পোর্টিং’র

তিন বিদেশি ফুটবলারের অভিযোগে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফিফা। কারণ ফুটবলারদের পারিশ্রমিক ইস্যুতে একটুও ছাড় দিতে রাজি নয় বিশ্ব ফুটবলের সর্বােচ্চ সংস্থা। তাদের নালিশে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। অবশেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সাইফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

ঘটনা ২০১৭ সালের। প্রাক মৌসুম প্রস্তুতিতে স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচকে দলে টেনেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু ট্রায়ালে পারফরম্যান্স ভালো না লাগায় রেজিস্ট্রেশন না করে তাদের বিদায় করে দেয় তারা।

কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেননি সেই তিন ফুটবলার। তারা এরপরই অভিযোগ দেন ফিফায়। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিদেশি এই তিন ফুটবলারকে ১ লাখ ৫ হাজার ৫০০ মার্কিন ডলার দিতে বলে ফিফা।

বিজ্ঞাপন

কিন্তু বেধে দেওয়া সময়ে জরিমানাসহ অর্থ পরিশোধ না করায় ক্লাবটির নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অবশেষে সেই তিন ফুটবলারের অর্থ পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞামুক্ত হয়েছে সাইফ স্পোর্টিং।

এবার বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশনে কোনো বাধা থাকল না সাইফ স্পোর্টিং’র!