প্রতি মাসে ১০ লাখ ফোল্ডেবল ডিসপ্লে উৎপাদন করবে স্যামসাং
স্মার্টফোনের জগতে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করে প্রযুক্তি পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছে। এরপরেই হুয়াওয়ে, মটোরোলাসহ বেশকিছু মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ফোল্ডেবল ফোনের ডিসপ্লে উৎপাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এবছরে ফোল্ডেবল ডিসপ্লের উৎপাদন ক্ষমতা প্রতি মাসে ১০ লাখ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে। বর্তমানে স্যামসাং প্রতিমাসে দুই লাখ ৬০ হাজার ফোল্ডেবল ডিসপ্লে উৎপাদন করছে। যা এ মাসের শেষ দিকে ছয় লাখ ইউনিটে উন্নীত করা হবে।
এক অফিশিয়াল বিবৃতিতে ডিসপ্লে সরঞ্জামাদি তৈরিকারী প্রতিষ্ঠান ফিলোপটিক্স জানায়, তারা মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের শেষদিকে যথাক্রমে ১৩.৮ মিলিয়ন ডলার এবং ৫.৮৪ মিলিয়ন ডলারের সরঞ্জাম সরবরাহ করার পরিকল্পনা করছে।
প্রতিবেদন অনুসারে, ফিলোপটিক্স একমাত্র সংস্থা যা স্যামসাং ফোল্ডেবল ফোনের ডিসপ্লে তৈরির জন্য মূল সরঞ্জাম সরবরাহ করে।
সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ লঞ্চিং করেছে এবং এবছরের মাঝামাঝি সময়ে আরও একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।