বাজেট অধিবেশন ঘিরে বিশেষ নিরাপত্তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

ঢাকা: আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বিজ্ঞাপন

সোমবার (৪ জুন) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,মঙ্গলবার (৫ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় সব ধরনের অস্ত্র,বিস্ফোরক দ্রব্য,ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ,মিছিল,শোভাযাত্রা,বিক্ষোভ প্রর্দশন নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

আরো বলা হয়েছে,মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত,বাংলামটর লিংক রোডের পশ্চিমপ্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত,পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রীনরোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত,মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল,রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং,ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিমপ্রান্ত,জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ নিষিদ্ধ এলাকার মধ্যে পড়বে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।