টি-টুয়েন্টি দলে আবু হায়দার রনি
ঘরোয়া ক্রিকেটে বল হাতে দারুণ সফল তিনি। বিশেষ করে টি-টুয়েন্টিতে এ সময়ের সেরা পারফরমারদের একজন। কিন্তু জাতীয় দলে সুযোগ পেলেও যোগ্যতার পরিধিটা দেখাতে পারেন নি আবু হায়দার রনি। এ কারণেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না এই পেসার। তবে তৃতীয় ম্যাচেই বাংলাদেশ দলে ডাক পেলেন তিনি।
আফগানিস্তান ম্যাচের আগে বোলিংয়ে শক্তি বাড়াতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। এ কারণেই শনিবার ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে দলে নিয়েছেন নির্বাচকরা।
রনির ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৬ সালে। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর পথচলা অবশ্য তেমন মসৃন ছিল না। সব মিলিয়ে টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচ থেলে নিয়েছেন ৬ উইকেট।
ওভাই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। জয়ের ছন্দ ধরে রেখেই এগিয়ে যেতে চায় সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান ও আবু হায়দার রনি।