এশিয়াডে হকি ও কাবাডি দলের জয়
এশিয়ান গেমস হকিতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল। ওমানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সোমবার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে জিমি-চয়নরা ২-১ গোলে হারিয়েছে ওমানকে।
ম্যাচে লাল-সবুজের প্রতিধিনিদের হয়ে গোল দুটি করেছেন আরশাদ হোসেন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ম্যাচের ১৪তম মিনিটে আরশাদের গোলে লিড নেয় বাংলাদেশ। যদিও ২৩ মিনিটে জুমা সেলিম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান ম্যাচে (১-১)। এরপর ২৮তম মিনিটে পেনাল্টি কর্নার গোল করে দলের জয় নিশ্চিত করেন আশরাফুল।
এই জয়ে গেমস হকিতে ষষ্ঠ হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল হকি দল। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ আগস্ট লড়বে কাজাখস্তানের সঙ্গে।
এদিকে জাকার্তা এশিয়ান গেমস কাবাডিতে সোমবার মিশ্র অভিজ্ঞতা হল। আগের ম্যাচে হারলেও জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৪-২২ পয়েন্ট ব্যবধানে জিতেছে তারা।
তবে এশিয়াডে একইদিন হেরে গেছে নারী কাবাডি দল। ইরানের বিপক্ষে ৪৭-১৯ ব্যবধানে হার মানে বাংলাদেশের মেয়েরা।