রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে তুলবে যুক্তরাষ্ট্র

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদৃত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদৃত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

 

আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালভাবে তুলে ধরবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদৃত মার্শিয়া ব্লুম বার্নিকাট বুধবার (৫সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে এটা বিদায়ী সাক্ষাত বলে জানা গেছে।

বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যোগ দেন। চলতি মাসে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে মনোনীত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ জুলাই এই কূটনীতিকের নাম ঘোষণা করেন।

বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মিলার বাংলাদেশে নিযুক্ত মার্সিয়া বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।