এখন খেলায় মনোনিবেশ করব, সামনে বিপিএল : মাশরাফি

  • শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাশরাফি বিন মর্তুজা। ছবি: বার্তা২৪.কম

মাশরাফি বিন মর্তুজা। ছবি: বার্তা২৪.কম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, `স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করেছে। তারা অনেক কষ্ট করেছে আমার জন্য। আমি খুব খুশি হয়েছি। এখন নড়াইলের জনগণের ওপর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের অনেক চাওয়া-পাওয়া আছে। সেগুলো পূরণে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’

 

বিজ্ঞাপন

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে বসে এসব কথা বলেন বে-সরকারিভাবে নব নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

তিনি আরও বলেন, ‘জেলায় সরকারি যে বরাদ্দ দেয়া হয় তা যেন সঠিকভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ রয়েছে। আমরা সড়কগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারি সে কারণে ঠিকাদাররা যেন ভালোভাবে কাজ করে তার খেয়াল রাখতে হবে। সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব সেক্টরেই কাজ করতে হবে। ব্যক্তিগত চাহিদা থেকে সমষ্টিগত চাহিদার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ব্যক্তিগত বিষয়ে একজনই ফল ভোগ করে, আর সমষ্টিগত দাবি পূরণ করলে এলাকার অনেকে তার ফল ভোগ করতে পারে।’

বিজ্ঞাপন

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মানুষের ভেতরে খারাপ-ভালো সবই আছে। আমাদের ভালো দিকগুলোকে ফুটিয়ে তুলতে হবে। খেলাধুলার উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। শিক্ষার্থীরা যেন স্কুল-কলেজ শেষ করে খেলার মাঠে যায়, তারা যেন খেলাধুলা করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমি এখন খেলাধুলায় মনোনিবেশ করব, সামনে আমার বিপিএল রয়েছে। আগামী ৫ জানুয়ারি বিপিএল খেলা শুরু হবে। এ কারণে আগামীকাল মঙ্গলবার (১ জানুয়ারি) ঢাকায় ফিরতে হবে আমাকে।’

এ সময় নড়াইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।