বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ দিতে কর্মকর্তাদেরকে হুমকি

  • শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে স্টল নির্মাণ প্রায় শেষের দিকে/ ছবি: বার্তা২৪.কম

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে স্টল নির্মাণ প্রায় শেষের দিকে/ ছবি: বার্তা২৪.কম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মবহির্ভূতভাবে স্টল বরাদ্দ দিতে রাজি না হওয়ায় রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদেরকে হুমকি দিয়েছেন একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনার পর থেকে ইপিবি কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে জীবনের নিরাপত্তা চেয়ে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ইপিবি কর্তৃপক্ষ। অধিক নিরাপত্তার জন্য রাজধানীর কারওরান বাজারের ইসিবি ভবনে থাকা ইপিবির অফিসে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ না পেয়ে ইপিবি কার্যালয়ের সচিবসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়েছে। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কারওয়ান বাজার কার্যালয়ে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ঐ প্রতিষ্ঠানে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/05/1546678896632.gif

ইপিবি ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু মানব-কল্যাণ পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে মনিরুজ্জামান নামে এক ব্যক্তি ইপিবি কারওয়ান বাজার কার্যালয়ে যান।

এ সময় নিজের একটি ভিজিটিং কার্ড দিয়ে ঐ ব্যক্তি বাণিজ্য মেলায় কয়েকটি দোকান বরাদ্দ চান। সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানালে ক্ষিপ্ত হয়ে যান মনিরুজ্জামান। তখন তিনি ফোনে একটি দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে ঘটনাস্থলে আসতে বলেন।

ইপিবির এক কর্মকর্তা বলেন, ‘মনিরুজ্জামান নামের ঐ ব্যক্তি প্রতিষ্ঠানের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মাদ আব্দুর রউফের কক্ষে যান। সেখানে তিনি অফিসের কর্মকর্তাদের রাজাকার আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। দোকান বরাদ্দ না দিলে কর্মকর্তাদের বদলি ও দেখে নেওয়ারও হুমকি দেন মনিরুজ্জামান।’

‘পরে বিকাল সাড়ে ৪টার দিকে আবারও সেই ব্যক্তি ২০ থেকে ২৫ তরুণকে নিয়ে অফিসে ঢুকে কর্মকর্তাদের ভয়ভীতি দেখান। পরে তারা ইপিবি সচিব আবু হেনা মোরশেদ জামানের কক্ষে গিয়ে তাকেও গালাগাল করেন।

ইপিবির অর্থ-বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুর রউফ বার্তা২৪কে বলেন, ‘ঐদিন কয়েকটি স্টল বরাদ্দ নেওয়ার জন্য এসেছিলেন মো. মনিরুজ্জামান। কিন্তু নিয়ম অনুযায়ী দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বরাদ্দ সম্পন্ন হয়। বিষয়টি মনিরুজ্জামানকে জানালে তিনি আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঐ সময় মনিরুজ্জামান উত্তেজিত হয়ে নিজেকে শিল্পমন্ত্রীর ব্যক্তিগত সচিবের ঘনিষ্ঠজন বলে পরিচয় দেন।’

অভিযোগ উঠেছে তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা দলবল নিয়ে ঐ সরকারি অফিসে যান। পরে জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম সাকিব বার্তা২৪কে বলেন, ‘আমাদের সংগঠনের কেউ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর অফিসে যায়নি। ছাত্রলীগের অন্য ইউনিটের কেউ গেছে কিনা সেটা আমরা জানি না। এ ছাড়া বঙ্গবন্ধু মানব-কল্যাণ পরিষদ নামে কোনো সংগঠন ও মনিরুজ্জামান নামে কাউকেও চিনি না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/05/1546678920293.gif

পুরো বিষয়টি সম্পর্কে ইপিবির উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বার্তা২৪কে বলেন, ‘প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে আমাদের বক্তব্য লিখিতভাবে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে।’

তবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা বার্তা২৪কে স্বীকার করেননি। তিনি বলেন, ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ব্যুরো কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য-মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ইপিবি। মেলায় স্টল বরাদ্দও দেয় ইপিবি। চলতি বছর শুরু হতে যাওয়া এ মেলার স্টল বরাদ্দ এখন প্রায় শেষের পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ জানুয়ারি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।