মিরপুরে স্কুলের সামনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি স্কুলের সামনে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে  সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) মিরপুর-১ নাম্বারের শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিক বিগত ৬-৭ বছরে ধরে এই স্কুলের সামনে এবং এর আশপাশ এলাকায় বেলুন বিক্রি করতেন। শুক্রবার স্কুলটির  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। শিক্ষার্থীদের কাছে বেলুন বিক্রি করার জন্য সিদ্দিকও সেখানে যান। পরে বেলুনে গ্যাস ভরার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায়  সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুস সালাম থানার এসআই আব্বাস আলী বার্তা২৪.কমকে বলেন, সিদ্দিকের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে।  এ ঘটনায় আহত শিক্ষার্থীরা স্থানীয় একটি হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।