মাদরাসা বিরোধী বক্তব্যের মাশুল দিতে হবে মেননকে: মুফতি ওয়াক্কাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেননের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মুফতি ওয়াক্কাস, ছবি: সংগৃহীত

মেননের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মুফতি ওয়াক্কাস, ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন সংসদে কওমি মাদরাসাকে বিষবৃক্ষ আখ্যা দিয়ে জঘন্য অপরাধ করেছেন। এ অপরাধের জন্য অনতিবিলম্বে তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাশেদ খান মেননকে চড়ামাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক জরুরি সভায় মুফতি ওয়াক্কাস এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মুফতি জাকির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, মুফতি আতাউর রহমান, মাওলানা তোফায়েল গাজালি প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ মেননের বক্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম আহুত শুক্রবার (৮ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

বিজ্ঞাপন