অতিরিক্ত গতির কারণে উল্টে গেল ট্রাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অতিরিক্ত গতির কারণে উল্টে গেল ট্রাক। ছবি: বার্তা২৪.কম

অতিরিক্ত গতির কারণে উল্টে গেল ট্রাক। ছবি: বার্তা২৪.কম

খুলনার রূপসা নদীর খানজাহান আলী সেতুতে একটি বালুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (১৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা সেতু পেয়ে (কুষ্টিয়া-ট ১১-২৫৭০) অতিরিক্ত গতিতে ট্রাকটি চালাচ্ছিলেন চালক। পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকটি উল্টে যায়। তবে ভেতরে থাকা চালক-হেলপারের তেমন কোনো ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ভোরে একটি বালুর ট্রাক সেতুতে উল্টে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেতুর উপর থেকে ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, রূপসা সেতু ও তৎসংলগ্ন বিশ্বরোডে প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।