আড়াই হাজার টন আবর্জনা পরিষ্কার করেছে চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের উদ্যোগে বিশেষ ক্রাশ প্রোগ্রামে এই পর্যন্ত দুই হাজার ৫০০ টন আবর্জনা পরিষ্কার করা হয়েছে। গত ১১ মার্চ নগরীর ৪১টি ওয়ার্ডে এই ক্রাশ প্রোগ্রাম শুরু হয়। চসিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, এ ক্রাশ প্রোগ্রামের আওতায় অতিরিক্ত ২৫০ জন শ্রমিক কাজ করছেন। সিটি করপোরেশনের নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ড্রেন থেকে অতিরিক্ত আবর্জনা উত্তোলনের জন্য এ কর্মসূচি হাতে নেয় চসিক।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বার্তা২৪.কম’কে বলেন, ‘নগরবাসী সচেতন হলে চট্টগ্রামকে আরো সুন্দর করা যেত। সচেতনতার অভাবে আবর্জনা তোলা হলেও তা আবার ভরাট হয়ে যায়। আমরা যদি নালায় ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলতাম তা হলে নালা পরিষ্কার থাকতো। আর এর সুবিধা পেত নগরবাসী।’
তিনি আরো বলেন, ‘ময়লা ফেলার জন্য চসিক’র উদ্যোগে ঘরে ঘরে প্লাস্টিকের ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। এ কর্মসূচির বাইরেও সব সময় নালা পরিষ্কারে কার্যক্রম অব্যাহত থাকবে।’