ফটিকছড়ির শিক্ষা অফিসার দুদকের হাতে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফটিকছড়ি উপজেলার শিক্ষা অফিসার আজিমেল কদর (মাঝখানে দাঁড়ানো), পুরোনো ছবি

ফটিকছড়ি উপজেলার শিক্ষা অফিসার আজিমেল কদর (মাঝখানে দাঁড়ানো), পুরোনো ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির শিক্ষা অফিসার আজিমেল কদর দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ঘুষের টাকাসহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম অঞ্চলে দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

বার্তা২৪.কমকে তিনি জানান, ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে আসছে। আমরা বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছি।

বিজ্ঞাপন

উত্তর পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছ থেকে বৃহস্পতিবার ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন এই শিক্ষা অফিসার। দুদকের অভিযানে ওই টাকাও উদ্ধার করা হয়েছে। বিকাল পর্যন্ত ফটিকছড়িতে দুদকের ওই অভিযান চলে।