নিরাপদ সড়কের দাবিতে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে সপ্তম দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন রাস্তায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে, রাজধানীর আসাদগেট, সাইন্সল্যাব, ধানমণ্ডি ২৭, ফার্মগেট, শাহবাগ, মিরপুর ১০ এলাকায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/04/1533365843723.jpg

শনিবার (৪ আগস্ট) সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তাই অবস্থান করে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভাবেই রাস্তায় অবস্থান করবেন তারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/04/1533365861623.jpg

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে একত্মতা প্রকাশ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতারা।  

উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। এরপর ঘাতকদের বিচারসহ ৯দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ মানুষও সমর্থন দিয়েছে।

ছবি: মেহেদী ও তামিম