প্রধানমন্ত্রীকে কে পি শর্মা অলির ফোন, বিমসটেক সম্মেলনে আমন্ত্রণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। তারা পরস্পরে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

টেলিফোনে আলাপকালে কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বিমসটেক সম্মেলনের আমন্ত্রণ জানান এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

বিমসটেক চতুর্থ শীর্ষ সম্মেলন আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হবে। ওই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেক শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।

১৯৯৭ সালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড এই উদ্যোগ শুরু করে; পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়।