গুজবে কান দিবেন না: প্রধানমন্ত্রী
সোশ্যাল মিডিয়ার কোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজবে কান দিবেন না, বিভ্রান্ত হবেন না।
রোববার (৫ আগস্ট) সকালে গণভবনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি জেলার ৩০০ ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার গুজবে কান দিবেন না । যাই দেখেন যাই শুনেন যাচাই করে নিবেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যুবক সমাজ সোশ্যাল মিডিয়ার গুজব থেকে দুরে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলা পরিহার করবেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তানরা যাতে সন্ত্রাস, মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয় সে দিকে খেয়াল রাখবেন।
শেখ হাসিনা বলেন, চালকরা যেন ট্রাফিক রুল মেনে চলে, যারা পথচারী তাদেরও ট্রাফিক রুল জানতে হবে, মানতে হবে। স্কুল থেকে ট্রাফিক রুল যেন শিখতে পারে সেজন্য ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রনালয়কে বলেছি। শিক্ষকদের সচেতন হতে হবে।
তিনি বলেন, যেখানে স্কুল-কলেজ সেখানে জেব্রা ক্রসিং, ওভার পাস নির্মাণ করা হবে। অনেক প্রকল্পের কাজ শুরু হয়েছে। সবার সচেতনতাও প্রয়োজন।চালক ও হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা দুর্ঘটনা রোধে সব কাজ করে যাচ্ছি।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঘরে ফিরে নিয়ে যান। তারা এতদিন যা করেছে ভালো করেছে। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, এখন যদি কোনো অঘটন ঘটে এর দায়িত্ব কে নিবে। এজন্য শিক্ষক ও অভিভাবক বলছি তাদের ফিরিয়ে নিয়ে যান। তারা মনোযোগ দিয়ে পড়াশুনা করুক। তাহলে দেশের আরো উন্নতি হবে। আর তাদের যে দাবি ছিলো সব একে একে আমরা বাস্তবায়ন করব।