ট্রাফিকের অভিযানে ২৪ ঘণ্টায় ২২ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রোববার (৫ আগস্ট) দুপুরে ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযানকালে ৪ হাজার ৭১৭ টি মামলা ২২ লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ৩১ টি গাড়ি ডাম্পিং ও  ৫১৬ টি গাড়ি রেকার করা হয়।

এদিকে ট্রাফিক সূত্রে  জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৫৯ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৩১০ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৪২ ভিডিও মামলা ও সরাসরি ৮টি মামলা দেয়া হয়েছে।

শনিবার (৪ আগস্ট) ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

আজ থেকে  শুরু হওয়া  ট্র্যাফিক সপ্তাহে এই মামলার সংখ্যা আরও বাড়বে বলে জানান, এই পুলিশ কর্মকর্তা।