‘ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: চলমান আন্দোলন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।  ধৈর্য  ধরে আছি এর মানে এই না যে, যা হচ্ছে সব সময় তা দেখেই যাবো।

রোববার (৫ আগস্ট) গুলিস্তানে জিরো পয়েন্টে দুপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অপ্রচার করছে। একজন অভিনেত্রী তার অভিনয় দেখিয়ে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। যেটা সে করতে পারেনা।

শিক্ষার্থীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি,  তাদের দাবি সম্পর্কে জানতে চেয়েছি। তাদের  ৯ দফার সবগুলোই পূরণ করা হয়েছে। তবুও কেন তারা রাস্তা ছাড়ছে না।

বিজ্ঞাপন

বিএনপি নেতা আমির খসরু মাহুদ চৌধুরী ভাইরাল ফোন রেকর্ড সম্পর্কে  মন্ত্রী বলেন,  একজন দায়িত্বশীল নেতা, ঢাকায় মানুষ নামতে বলে। তার উদ্দেশ্য যে ভালো ছিল না, আমরা বুঝতে পেরেছি। 

এর আগে তিনি  ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন এবং সবাইকে ট্রাফিক  আইন মেনে চলার আহ্বান জানান।