ফুটওভার ব্রিজ নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপদ যাতায়াতে বিমানবন্দর সড়কের কাউলায় লে মেরিডিয়ান হোটেলের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। জানা গেছে, ব্রিজ নির্মাণের জন্য পুলিশের কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু চলমান ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশ (উত্তর) বিভাগ।
 
রোববার (৫ আগস্ট) ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরুর দিন সকালেই এমন অভিযোগ করে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
জানা গেছে, টেন্ডারের মাধ্যমে এ সড়কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান ‘ভিনাইল ওয়ার্ল্ড’ওই ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ পায়। রোববার সকালে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করতে বলে ট্রাফিক পুলিশ। জবাবে কাজ বন্ধের লিখিত পত্র দেখাতে বলে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ। কিন্তু কোনো কাগজই দেখাতে পারেনি ট্রাফিক পুলিশ। উল্টো তাদের শ্রমিকদের ধরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মামুন।
 
নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টরা জানান, হোটেল লে মেরিডিয়ানের সামনে কাউলায় গত ২ মাসে সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই স্থানীয়ারা সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। ফুটওভার ব্রিজ না থাকায় শিক্ষার্থীসহ কয়েক হাজার পথচারী প্রতিদিন এখানে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এ জন্য কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়।
 
সড়কে নিরাপত্তা জোরদারের জন্য সম্প্রতি ৫ আগস্ট থেকে যে ‘ট্রাফিক সপ্তাহ’ ঘোষণা দেওয়া হয়। সেই হিসেবে আজ রোববার থেকে শুরু হয়েছে ‘ট্রাফিক সপ্তাহ’। কিন্তু শুরুর দিনই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ফুটওভার ব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠলো।
 
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম বার্তা২৪.কম’কে বলেন, ‘সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা দরকার। এখানে কী হয়েছে তা বলতে আমি বাধ্য নয়।’
 
 এরপরই তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন দেন।
 
জানা গেছে, রোববার সকালে ফুটওভার ব্রিজ নির্মাণে বাঁধা দিতে আসেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট বেলাল। পরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেন।’
 
পরে ডিএমপি’র ট্রাফিক (উত্তর) ডিসি প্রবীর মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘এখানকার চেয়ে শেওড়ায় ফুটওভার ব্রিজ বেশি প্রয়োজন। সেটা খুলে ফেলা হয়েছে। ওখানেই দুর্ঘটনা বেশি হয়। আমরা বলেছি, এখানে প্রয়োজন নেই, শেওরায় করা যেতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘কোথায় ফুটওভার ব্রিজ হবে তা আমাদের সঙ্গে আগে বৈঠক করা হয়নি।’
 
এ ব্যাপারে জানতে চাইলে ভিনাইল ওয়ার্ল্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবেদ মনসুর বলেন, ‘শেওড়াতে সরকারের ফার্স্ট ট্র্যাক প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য ফুটওভার ব্রিজ তুলে নিতে হয়েছে। এরপর সম্ভ্যাভ্যতা যাচাই করে মানুষের দাবির প্রেক্ষিতে কাউয়লায় লে মেরিডিয়ানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ শুরু করা হয়। যেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে সেখানে গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এটি গুরুত্বসহকারে করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। কয়েকমাস আগে ডিএমপি থেকে চিঠিও আসে।’
 
তিনি আরও বলেন, ‘ফুটওভারব্রিজ নির্মাণ কাজে বাধা দেওয়ার এখতিয়ার ট্রাফিক পুলিশের নেই। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী রাজধানীর অন্য জায়গায়ও বাকি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।’
 
সড়ক ও জনপথ অধিপ্তরের ঢাকা জোনের অভিযোগ, ট্রাফিক পুলিশ অযথা হস্তক্ষেপ করেছে। এখানে কাজ বন্ধ করার এখতিয়ার তাদের নেই। কোনো বিশেষ সুবিধা নিতেই তারা ফুটওভার ব্রিজ নির্মাণে বাধা দিচ্ছে। লে মেরিডিয়ান হোটেল কর্তৃপক্ষ পুলিশকে ম্যানেজ করে নির্মাণ কাজে বাধা দিচ্ছে।
 
সরেজমিন ঘুরে দেখা গেছে, লে মেরিডিয়ান হোটেলের সামনে দিয়ে প্রতি ৫ মিনিটে অন্তত ৬ জন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। পাশেই দুদিকে ফুটওভার ব্রিজ নিমাণের পিলার তুলে রাখা।