চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেফতার করেছেন সেনা সদস্যরা।
গত বুধবার (২৭ নভেম্বর) গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার সেলিম মাহফুজ মিল্টন দর্শনার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
অভিযান সূত্রে জানা গেছে, গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামি সেলিম মাহফুজ মিল্টনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, গ্রেফতার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে আবহাওয়া অফিসের ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঢাকা ২৮ তম বিসিএস (এডমিন) ফোরামের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বেগম জামিলা শবনম সভাপতি ও মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৭ নভেম্বর সকাল থেকে ২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ জন সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করেন।
সরাসরি ভোটে খন্দকার মুশফিকুর রহমান ও বেগম সুবর্ণা সরকার সহসভাপতি, মো. ইব্রাহিম যুগ্ম সম্পাদক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, দীপক কুমার রায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান কল্যাণ সম্পাদক, মো. মামুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
আর কোষাধ্যক্ষ পদে মামুন আল ফারুক, প্রচার সম্পাদক পদে বেগম শাম্মি ইসলাম, এ এইচ এম মাহফুজুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, দীপংকর রায় আইন সম্পাদক, নুরুল হুদা সহ-কোষাধ্যক্ষ, চৌধুরী আশরাফুল করিম ও মো. শাহাদাত হোসেন নির্বাহী সদস্য এবং মো. শাহীদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে পদায়ন ওসি হিসেবে করা হয়েছে।
বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে ওই থানার অদূরে তার অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ!
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এ বদলির আদেশ দেন। একই আদেশে কোতোয়ালীর ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে।
সিএমপির একটি সূত্র বলছে, বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের ঘটনার আগে-পরে ওসি ফজলুলের বিরুদ্ধেও দায়িত্বহীনতার অভিযোগ তুলেন নগর পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
এর আগে ঘটনার দিন রাতেই দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি।
কোতোয়ালীতে পদায়ন হওয়া ওসি আবদুল করিম ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান। সেখানে এক বছরের মাথায় তাকে আবারও নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়।