নওশাবাকে থানায় হস্তান্তর
চলমান পরিস্থিতি নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর।
র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে নওশাবাকে উত্তরা এলাকা থেকে আটক করে র্যাব-১ ব্যাটালিয়ন। পরে জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১ এর কার্যালয়ে আনা হয় নওশাবাকে। এরপরই আটক নওশাবাকে গ্রেফতার করার কথা জানায় র্যাব।
ঘটনার সময় জিগাতলায় না থেকেই উত্তরার একটি শ্যুটিংস্পট থেকে ফেসবুক লাইভে যান তিনি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেন কাজী নওশাবা আহমেদ।