ইউল্যাব'র শিক্ষার্থী নিখোঁজ: দুই বন্ধু কারাগারে

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে ইউল্যাব ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র রাফসান মো. ফয়সাল নিখোঁজ হওয়ার ঘটনায় তার দুই বন্ধুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ট্যুরিস্ট আদালত। 

বিজ্ঞাপন

রোববার (৫ আগস্ট) দুপুরে সন্দেহভাজন হিসেবে রাফসানের বন্ধু মাইনুল হাসান সাঈদ ও বান্ধবী তাবেয়া তাবাস্সুমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বার্তা ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে সোপর্দ করা হয়। তদন্তে সন্দেহ হওয়ায় ১৫৪ ধারায় কারাগারে প্রেরণ করা হয়েছে। যদি তদন্তের স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে রিমান্ডে নেয়া হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/05/1533479262422.jpg

এদিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বার্তা ২৪.কমকে জানান, যে হোটেলে উঠার কথা বলা হচ্ছে সেখানে রাফসানের কোন উপস্থিতি পাওয়া যায়নি। তাই বিষয়টি ভিন্নদিকে ইঙ্গিত করছে। তাই অধিকতর তদন্তের স্বার্থে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত (১ আগস্ট) বুধবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে ভেসে যাওয়ার দাবি করে রাফসানের দুই বন্ধু সাঈদ ও তাবেয়া। কিন্তু নিখোঁজের ৪দিন পার হতে চললেও এখনো তার কোন হদিস পাওয়া যায়নি।