বাসের ঈদ টিকিট বিক্রি সোমবার থেকে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: ঈদের অগ্রিম টিকিট সোমবার (৬ আগস্ট) থেকে বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। এর আগে রোববার পুর্বনির্ধারিত দিনে টিকিট বিতরণ স্থগিত করেছিলেন বাস মালিকরা।

রোববার (৫ আগস্ট) রাতে শ্যামলী এন আর ট্রাভেলস, এসপি হানিফ পরিবহন সহ বিভিন্ন পরিবহন কর্মকর্তারা  বার্তা২৪ কে বিষয়টি নিশ্চিত  করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। এরপর ঘাতকদের বিচারসহ ৯দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের  এ আন্দোলনে ফলে প্রায় পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলে পরিবহন মালিক সমিতি নিরাপত্তার কারণে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

সূত্র জানায়, পরিস্থিতি অনুকূলে ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে  পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে মালিক সমিতি। এর ফলে সোমবার থেকে ঈদে অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নেয় বাস মালিকরা।

বিজ্ঞাপন