শাহবাগ অবরোধে বাধা, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ অবরোধ করতে চাইলে আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা।
পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া করে, টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে টিএসসি'র দিকে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (৬ আগস্ট) সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ চত্বরে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
ডিসি মারুফ হোসেন সরদার বলেন, কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগের দিকে আসছিল। পুলিশ শৃঙ্খলা রক্ষার্থে তাদের বাধা দেয়। কিন্তু তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান করছে শাহবাগে। কোনোভাবে শাহবাগে শৃঙ্খলা বিরোধী ও জননিরাপত্তা বিঘ্নিত হতে দেয়া হবে না।
এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত আছে। কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়েছে বলে জানান ডিসি মারুফ।