সুনামগঞ্জে বোরো ধান নিয়ে ব্যস্ত কৃষক-কৃষাণী
বৈশাখ মাসে বোরো ধান কাটতে ব্যস্ত কৃষকরা। ধান মাড়াই করে ঝাড়ছেন কৃষাণীরা। সুনমাগঞ্জের গৌড়ারং এলাকা থেকে তোলা।
এখন পল্লীপ্রান্তরে চলছে বৈশাখী ধান কাটার ধুম। ধান কেটে মাঠে মাড়াই শেষে গবাদি পশুর খাদ্য খড় গরুর গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে যান কৃষকরা। সুনামগঞ্জ শহরতলীর একটি এলাকা থেকে তোলা।
মাঠে মাঠে এখন কৃষাণ-কৃষাণীদের এখন দারুণ ব্যস্ততা। চলছে বৈশাখী ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। মাঠের পাশে রাস্তার ধারে তেমনি একজন কৃষক মাড়াইকৃত ধান বস্তায় ভরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। সুনামগঞ্জের দিরাই এলাকা থেকে তোলা।
বৈশাখী ধান কাটা, মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকরা। আর সেই মাড়াইকৃত ধান গুদামে সংরক্ষণ করার জন্য ট্রাকে ভরে নিয়ে যান এক ব্যবসায়ী।