জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের খণ্ড চিত্র
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিমরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সম্প্রীতি ও ঐক্যর বন্ধনে আবদ্ধ হয়ে মুসল্লিরা মেতে ওঠেন এ উৎসবে।
২৯টি রোজা শেষে মঙ্গলবার (৪ জুন) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (৫ জুন) শুরু হয় ঈদুল ফিতর। এদিন সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়।
বার্তা২৪.কম-এর পাঠকদের জন্য জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের কিছু স্থির চিত্র তুলে ধরা হলো
ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অংশ নিতে হাজারো মুসল্লির দীর্ঘ লাইন।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন লাখো মুসল্লি।
ঈদগাহ ময়দানে ধীর গতিতে প্রবেশের কারণে মূল গেটের সামনে মুসল্লিদের ভিড়।
বৃষ্টির কারণে নামাজের আগে প্রবেশ করতে গিয়ে কিছুটা বিড়ম্বনা তৈরি হলেও জামাত শুরুর আগেই আবার পরিস্থিতি ঠিক হয়ে যায়।
নির্ধারিত সময়ে শুরু হয় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মোনাজাত করা হয় দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে।
নামাজ শেষে ঈদগাহ ময়দানে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন মুসল্লিরা।