কেমন চলছে গানের শুটিং?
সিয়াম আহমেদ-পূজা চেরির ‘দহন’।
নির্মাতা রায়হান রাফী।
৯৫ শতাংশ কাজ শেষ এটির।
বাকি ছিলো কেবল তিনটি গানের শুটিং।
তাও শুরু হয়ে গেছে ০৫ সেপ্টেম্বর থেকে।
লোকেশন, ঢাকার বিভিন্ন যায়গা।
গত রাতেও শুট হয়েছে এফডিসিতে।
এরইমধ্যে শেষ হয়ে গেছে প্রথম গানের কাজ।
কেমন গান এটি?
ভক্তদের আগ্রহের কিছুটা সদুত্তর মেলে পূজার কথায়।
পূজা বলছেন-
অ্যাক্চুয়ালি এই সংটা হচ্ছে সিচ্যুয়েশনাল সং। কোরিওগ্রাফার জয়েশ প্রধান স্যার। হি ইজ অ্যান অ্যামেজিং কোরিওগ্রাফার। আসলে, দহনের সবগুলো গানই খুবই সুন্দর। দর্শকরা মুগ্ধ হয়ে যাবে।
‘দহন’ নিয়ে খুব আশাবাদি পুরো টিম।
নায়িকা বলছেন-
আমরা ‘দহন’ নিয়ে খুবই আশাবাদি, যতটুকু ‘পোড়ামন-২’ নিয়ে আশাবাদি ছিলাম। ‘পোড়ামন-২’ এ আমরা যতটুকু ভালোবাসা এবং দর্শকের সমর্থন পেয়েছি, আশা করছি ‘দহন’ এ তা অব্যাহত থাকবে। দর্শকরা হতাশ হবেননা। বরং, আরও বেশি উপভোগ করবেন।
নির্মাতা রায়হান রাফী প্রথম ছবিতেই বাজিমাৎ করেছেন।
নতুন ছবির প্রতিও তাই দর্শকের বাড়তি চাহিদা আছে।
নির্মাতা বলছেন-
আমরা দর্শকদের নিরাশ করতে চাই না। ছবিটি দেখে দর্শকদের মধ্যে কোনো আক্ষেপ থাকুক যে, দহন আরেকটু ভালো হতে পারতো; এমনটাও আমরা চাই না। প্রচুর স্বপ্ন নিয়ে বসে আছে দর্শকরা। তাদের বিশ্বাস, পোড়ামনের পর দহন অন্য কিছু হবে।
এই ছবিতে সিয়ামের ‘নিউ লুক’ তাক লাগিয়েছে অনেককেই।
গানগুলো নিয়ে তিনি বলছেন-
‘পোড়ামন-২’ এর গান সবাই খুব পছন্দ করেছিলো, প্রত্যেকটা গান। জয়েশ স্যার-এর একটা আলাদা কারিশমা আছে, আমার মনে হয় এই ছবিতেও দর্শক সেটা দেখতে পারবে। বোনাস হিসেবে আমার আর পূজার ক্যামিস্ট্রি তো আছেই!
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবি ‘দহন’।
ছবিটি এ বছরই দেখা যাবে বড় পর্দায়, এমনটাই আশা সংশ্লিষ্ট সকলের।
সিয়াম-পূজা ছাড়াও ছবিটির উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।