এই প্রথম অস্ট্রেলিয়ায়..
চিরকুট, সমসাময়িক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গানের দল।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে তারা।
আমন্ত্রণ, সেখানকার প্রবাসী বাঙালিদের।
এমনটাই জানালেন চিরকুটের সদস্য সুমী।
তিনি বললেন-
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর মধ্যরাতের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবো। ১৩ অক্টোবর সিডনিতে ‘বাংলাদেশ নাইট’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেবো। এরপর ২০ অক্টোবর মেলবোর্নে আরেকটি অনুষ্ঠানে গান গাইবো।
সাউন্ড ইঞ্জিনিয়ারসহ মোট ছয় সদস্যের চিরকুট উড়ে যাবে অস্ট্রেলিয়া।
দেশের বাইরের অন্য সব অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে এর আগে তারা।
এবারও তেমন ভালো কিছুই হবে, প্রত্যাশা তেমনটাই।
আপাততসেই মর্মে প্রস্তুতি নিচ্ছে ব্যান্ডের সদস্যরা।
প্র্যাকটিস চলছে নিয়মিত।
কনসার্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে তাদের।
সুমী বললেন-
এটা আমাদের প্রথম অস্ট্রেলিয়া সফর। তাই স্বাভাবিকভাবে আমাদের সবারই একটা আগ্রহ আছে। আমরা অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সময় কাটাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
মোট ১২ দিনের লম্বা সফর শেষে ২২ অক্টোবর দেশে ফিরে আসবে চিরকুট।
এসেই আবার দেশের মঞ্চ কাঁপাবে দলটি।
উল্লেখ্য-
এর আগে লন্ডন, যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও নরওয়ে সফর করেছে ব্যান্ড চিরকুট।
দলটির বর্তমান সদস্যরাঃ
- শারমিন সুলতানা সুমী(ভোকাল)
- পাভেল আরিন (ড্রামস)
- ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন)
- দিদার হাসান (বেজ)
- জাহিদ হাসান নিরব (কীবোর্ড, হারমোনিয়াম)
-
ফাইজ সাগর (শব্দ প্রকৌশলী)
আরও পড়ুনঃ