২১ অক্টোবর ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে আগামী ২১ অক্টোবর প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ স‌ম্মেল‌নের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে আ‌য়োজকরা।

বিজ্ঞাপন

সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, বাংলাদেশ এবং ভারতের বাংলা ভাষার সিনেমাকে পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

২০১৮ সা‌লের জুন মাস থে‌কে চল‌তি বছ‌রের জুন মাস পর্যন্ত ভারত ও বাংলা‌দে‌শে মু‌ক্তি পাওয়া ছ‌বিগু‌লোর ম‌ধ্যে নির্বা‌চিত ছ‌বিগু‌লো‌কে পুরস্কার প্রদান করা হ‌বে।

বিজ্ঞাপন

পপুলার, টেক‌নিক্যাল ও রি‌জিওনাল এই তিন ক্যাটাগ‌রি‌তে মোট ২৪টি বিভা‌গে অ্যাওয়ার্ড দেওয়া হ‌বে।

অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর ব‌লেন, ‘এক সময় আমাদের সি‌নেমা বেশ ভা‌লো চল‌ত। ভার‌তে তখন খুব অল্প সি‌নেমা হত। সেসময় তারা আমা‌দের আমন্ত্রণ জানা‌তো। ভার‌তের অ‌নেক ছ‌বি‌তে আমরা কাজও ক‌রে‌ছি। এখন বাংলা‌দে‌শের অবস্থা উ‌ল্টো। আশা ক‌রি এই আ‌য়োজ‌নের মাধ্য‌মে অবস্থার প‌রিবর্তন হ‌বে।’

কবরী এই অনুষ্ঠা‌নের সা‌র্বিক সফলতা কামনা করে বলেন, ‘এই আ‌য়োজন দুই বাংলার ম‌ধ্যে সুসম্পর্ক তৈ‌রি কর‌বে।’

এসময় অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন কথাসা‌হি‌ত্যিক ইমদাদুল হক মিলন, ফিল্ম ফেডা‌রেশন অব ই‌ন্ডিয়ার প্রে‌সি‌ডেন্ট ফের‌দৌসুল হাসান, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, সাইমন সা‌দিক প্রমুখ।

বাংলাদেশ থেকে জুরি বাের্ডের সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলমগীর হােসাইন, সারাহ বেগম কবরী, ইমদাদুল হক মিলন, চলচ্চিত্র প্রযােজক সমিতির সভাপতি খােরশেদ আলম খসরু ও নির্মাতা হাসিবুর রেজা কল্লোল।

‌অপরদিকে ভারত থেকে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘােষ, নির্মাতা-অভিনেতা ব্রাতাইয়া বসু, চলচ্চিত্র সাংবাদিক-সমালােচক গৌতম ভট্টাচার্য, চলচ্চিত্র প্রযােজক অঞ্জন বােস এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।