মিডিয়ার কাজে নিষেধাজ্ঞা নেই শ্বশুরবাড়ি থেকে

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

লাক্স তারকা সামিয়া সাঈদ বিয়ে করেছেন সম্প্রতি।

পাত্র আবু সাফাত চৌধুরী।

বিজ্ঞাপন

তার কাজ ক্যামেরার পেছনে, নাটক ও বিজ্ঞাপনের নির্বাহী প্রযোজক হিসেবে।

/uploads/files/Uix8ur1p1Lxt3g2oqU0TdU9LnOQKjAbdO1sDjEaT.jpeg

বিজ্ঞাপন

ক্যামেরার সামনের এবং পেছনের এই দু’জন মানুষের পরিচয় ২০১০ সালে।


বন্ধুত্ব ঠিক দুই বছর পর, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়।

অতঃপর প্রেম, তখন ২০১৫।

দুই পরিবারের সবাই-ই বিষয়টি জানতো।

কেউ দ্বিমতও করেনি।

মেনে নিয়েছে সন্তানদের সিদ্ধান্ত।

অবশেষে এ বছরের ১৮ এপ্রিল গাঁটছাড়া বাঁধেন সামিয়া-সাফাত।


বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয় গত ২৪ জুলাই, মঙ্গলবার, রাজধানীর ফ্যালকন মিলনায়তনে।

সেখানে উভয়পক্ষের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

সামিয়া বলছেন-

বিয়ে মানুষের জীবনের অন্যতম একটা সুন্দর অধ্যায়। যাঁকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, তাঁকেই পেয়েছি। ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন। সবকিছুকে পাশ কাটিয়ে যেন সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করতে পারি, সবার কাছে সেই দোয়া চাইছি।

এখন শ্বশুরবাড়িতে আছেন সামিয়া।

নতুন এই ব্যস্ততার ফাঁকেও নিয়মিত থাকতে চান তিনি অভিনয়ে।


এ বিষয়ে শ্বশুরবাড়ি থেকেও কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানালেন তিনি।


সামিয়ার কথা হচ্ছে,

বিয়ে করে অনেকেই অভিনয়জগৎ থেকে হারিয়ে যান। কিন্তু আমি নিয়মিত কাজ করতে চাই। শ্বশুরবাড়ি থেকে ‘মিডিয়ায় কাজ করা যাবে না’ এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তাই যে কাজটাই করব, অবশ্যই ভালো এবং মানসম্মত হতে হবে।

লাক্স তারকা সামিয়ার জীবনের প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’।

প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম।

এটি মুক্তি পায় গত রোজার ইদে। পরিচালনায় নুর ইমরান মিঠু।

সামিয়া অবশ্য নিয়মিত ছিলেন ছোটপর্দায়।

তিনি চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২’-এ।

/uploads/files/StvNoKTH6ecPJH4yqemlaNYs79madTHCM7qLX6lN.jpeg


জানেন কী?

রাশিয়ায় কেন তারা?

মেহরীনের জোড়া কনসার্ট

পাঁচ বছর পর একসঙ্গে