চলছে সুপারম্যান, আসছে ব্যাটম্যানও

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় কমিক চরিত্র সুপারম্যান, বাংলায় দেখানো হচ্ছে এই প্রথমবারের মতো। ধারাবাহিকভাবে দেখানো হবে ব্যাটম্যানও।

যেখানে কোনো অন্যায়, সেখানেই হাজির সুপারম্যান। দুষ্ট লোকদের শায়েস্তা করতে সে একাই যথেষ্ট। যুক্তরাষ্ট্রের লেখক জেরি সিগাল এবং জো শাস্টার-এর তৈরি এই সুপারম্যান চরিত্রটি তাই খুবই জনপ্রিয় গোটা বিশ্বে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/05/1533466437462.jpg

বিজ্ঞাপন

গল্প যেমন


ক্রিপটন গ্রহে জন্মগ্রহন করে ক্যাল-এল নামক একজন। তার বাবা তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় ক্রিপটন ধ্বংস হবার ঠিক আগ মুহুর্তে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস শহরে এসে পড়ে সে। ক্যাল-এলকে এক কৃষক ও তার স্ত্রী খুঁজে পায়। সেখানে সে ক্লার্ক কেন্ট নামে বড় হতে থাকে। ছোটবেলা থেকেই তার নানা অতিমানবীয় ক্ষমতা দেখা যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এ ক্ষমতা দিয়ে মানুষের বিভিন্নরকম উপকার করতে থাকে সে। তার নাম হয়ে যায় সুপারম্যান।


ওয়ার্নার ব্রাদার্স-এর পরিবেশনায় এটি দেখাচ্ছে নাগরিক টেলিভিশন, ০১ আগস্ট ২০১৮ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায়।


https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/05/1533466459416.jpg

বিজ্ঞাপন

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু জানাচ্ছেন-

আমরা দর্শকদের এক ধরনের ফ্যান্টাসিতে নিয়ে যেতে চাই। আমার মনে হয় গত ৩/৪ প্রজন্মের এমন কেউ বাদ নেই যাদের কৈশর সুপারম্যানে মগ্ন ছিল না। দর্শকদের জন্য এটি নাগরিকের বিশেষ উপহার।

প্রতিদিন দুপুর বারোটায় এবং বেলা দেড়টায় দেখা যাচ্ছে বাংলা সুপারম্যান-এর পুনঃপ্রচার।


সুপারম্যান-এর ধারাবাহিকতায় একই চ্যানেলে আসছে আরেক জনপ্রিয় কমিক সিরিজ ‘ব্যাটমান’।


https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/05/1533466480534.jpg

নাগরিক টিভির পক্ষ থেকে বলা হচ্ছে-

নাগরিক টেলিভিশন চেষ্টা করছে এমন একটি কার্টুন সিরিজ প্রদর্শন করতে, যা শিশু-কিশোরসহ যে কোনো বয়সের মানুষের কাছে ভাল লাগবে। সেই ধারাবাহিকতায় ‘সুপারম্যান’ সিরিজের পর আমরা শুরু করবো বিশ্বের আরেক জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ব্যাটম্যান’ এর সম্প্রচার।

আরও পড়ুনঃ

নিরাপদ সড়কের প্রত্যাশায় যা বলছেন তারা

শুটিং বন্ধ রেখে তারাও আন্দোলনে

স্বর্ণপদক পেলেন সংগীতশিল্পী রুনা লায়লা