ভোট-ডাকাতি করতেই ইভিএম ব্যবহারে তোড়জোড়: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: সংগৃহীত

 

নৌকার পক্ষে ‘ডিজিটাল ভোট-ডাকাতি’ করতেই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারে তোড়জোড় চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিজ্ঞাপন

রোববার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন কতিপয় আত্মবিক্রয় করা লোকজনদের দ্বারা পরিচালিত হচ্ছে। এরা সমস্ত শক্তি দিয়ে জনগণের ভোটাধিকার চিরদিনের জন্য হরণ করে নিতে শেখ হাসিনার মনোবাসনা পূরণে নিরন্তর কাজ করছে।’

তিনি বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার খুলনায় বললেন, সীমিত আকারে ইভিএম ব্যবহার হবে, আবার ইসি সচিব চট্টগ্রামে বললেন, প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইভিএম কিনবে নির্বাচন কমিশন। এগুলো নাকি শহর এলাকায় ব্যবহার করা হবে। সিইসি ও ইসি সচিব দুই জনই আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর।'

বিএনপি’র এ নেতা বলেন, ‘একটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য ভোটারদেরকে গোলক ধাঁধায় ফেলতে কমিশনের কর্তাব্যক্তিরা এ সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। আসলে ইভিএম-এর নামে মহা জালিয়াতিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।’

তিনি বলেন, ‘কমিশনাররা ভোটারবিহীন সরকারের একনিষ্ঠ সেবক বলেই এ দেশের অধিকাংশ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও সামাজিক সংগঠন, নির্বাচন পর্যবেক্ষকদের ইভিএম পদ্ধতি ব্যবহার নিয়ে বিরোধীতা সত্ত্বেও ইভিএম ব্যবহার করতে চাচ্ছে।’