দুদুকে আহ্বায়ক করে কৃষকদলের ১৫৩ সদস্যের কমিটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু / ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু / ছবি: সংগৃহীত

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কমিটির প্রধান করা হয়।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শামছুজ্জামান দুদুকে আহ্বায়ক করে কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস সচিব করা হয়েছে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। এছাড়া ১২ জন যুগ্ম আহ্বায়কে এবং ১৩৯ জন সদস্য রয়েছেন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- এ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন মো. জসিম, মো. তোফাজ্জল হোসেন, এমএ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, একেএম মোয়াজ্জেম হোসেন, মো. নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এছাড়াও ১৩৯ জন সদস্য রয়েছেন।