স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে বিএনপির প্রতিনিধিদল, ছবি: বার্তা২৪

সচিবালয়ে বিএনপির প্রতিনিধিদল, ছবি: বার্তা২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (০৫ মার্চ) সচিবালয়ে দুপুর আড়াইটায় প্রতিনিধি দল সচিবালয়ে আসেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে তারা বৈঠকে বসেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে অন্যান্য আলোচনার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেও কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।

রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর মির্জা ফখরুল অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।