‘মাকে ফিরিয়ে আনব, না হলে মায়ের কাছে যাব'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান / ছবি: বার্তা২৪

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান / ছবি: বার্তা২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়া বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাবেন আর আমরা বসে বসে আলোচনা, মুক্তির দাবি করব, এটা হতে পারে না। আমাদের সিদ্ধান্ত হোক, হয় আমরা লড়াই করে মাকে আমাদের মাঝে ফিরিয়ে আনব আর না হয় আমরা সবাই মায়ের কাছে চলে যাব।'

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী খালেদা জিয়া নয়টি বছর লড়াই করেছেন, সেই দেশের কারাগারে আজ বন্দী আছেন একটি মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে। শুধু তাই নয় তিনি দারুণভাবে অসুস্থ। উনি হাত নাড়াতে পারেন না, পায়ে বল পান না। উনি কিছু ধরে রাখতে পারেন না। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাঁকে। ডাক্তাররা তাকে দেখতে যাবেন এটা অনুরোধ করে হয় না। আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয় তার পর তারা দেখতে যায়। গত সাড়ে তিন মাসে কেউ তাকে দেখতে যাননি। যিনি নানা রোগে আক্রান্ত, তাঁকে এভাবে জেলে ফেলে রাখার অর্থটা কি? উদ্দেশ্যটা কি? আমরা ও আমাদের চিকিৎসকরা চেষ্টা করছেন তার চিকিৎসা করার জন্য।’

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে সাবেক এই শ্রমিক নেতা বলেন, ‘যখন তারা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন, তখন তারা এটা মনে রাখতে ভুলে যান, যে মানুষটিকে মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ খেতাব বীরউত্তমে ভূষিত করেছিলেন তিনি তাদেরই নেতা শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান যদি পাকিস্তানের চর হয় তাহলে তাকে যিনি বীরউত্তম খেতাব দিলেন পাকিস্তানের সাথে তার (বঙ্গবন্ধুর) সম্পর্ক কেমন ছিল? তারা জিয়াউর রহমানকে অসম্মান করতে গিয়ে তাদের নেতাকে (বঙ্গবন্ধুকে) অসম্মান করছেন এটা তারা ভাবেননি।’

কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদীর সঞ্চালনায় এবং সভাপতি শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাষ্টার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সদস্য অ্যাডভোকেট নাসির হায়দার, নাসির হাজারী, মিয়া মো. আনোয়ার, আলিম হোসেন, খলিলুর রহমান ইব্রাহিম, কে এম রকিবুল ইসলাম রিপন, মোজাম্মেল হক মিন্টু, এম জাহাঙ্গীর আলম, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নেছারুল হক, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।