নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ নভেম্বর। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

ড. মো. হুমায়ুন কবীর আরও জানান, উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ওই সভায় উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্য পরবর্তিতে বিভিন্ন সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jkkniu.edu.bd) প্রদান করা হবে।

বিজ্ঞাপন