ভর্তিযুদ্ধ

মেডিকেল ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

  • ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেডিকেল ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

মেডিকেল ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে নির্ধারিত কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা: এ কে এম আহসান হাবিব সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। তবে উপজাতীয় ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতীয় প্রার্থীরা মোট জিপিএ ৮.০০ থাকলেই আবেদন করতে পারবেন। সব প্রার্থীদের এসএসসি ও এইচএসসির প্রত্যেক পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে।

আগামী ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইনে dghs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি প্রস্তুতির পরামর্শ দেখতে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য পাবেন বার্তাটোয়েন্টিফোর ভর্তিযুদ্ধ পেইজে। ভিজিট করুন : www.barta24.com/admission

২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন