ইউরোপের দেশ ফিনল্যান্ড। করোনাভাইরাস আতঙ্ক থেকে রক্ষা পায়নি সুন্দর সাজানো-গোছানো এ দেশটিও। তবে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে কঠোর কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে জরুরি অবস্থা। উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে এই রাষ্ট্রের বেশ কয়েকটি শহরে চলছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। চলুন জেনে নিই ফিনল্যান্ডের করোনা পরিস্থিতির খবর-