করোনার প্রচণ্ড আক্রমণে বিপর্যস্ত ইতালি। চীনের পর ইউরোপের এই দেশটি করোনার প্রধান শিকারে পরিণত হয়েছে। মৃত্যু ও আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যায় আতঙ্কিত সবাই। পর্যটকদের স্বর্গরাজ্য ইতালিতে কড়াকড়িভাবে চলছে সঙ্গরোধ ও ঘরবন্দী দশা। চারিদিকে সুনশান নিরবতায় একেবারে নিস্তব্ধ সবকিছু। লকডাউনে স্কুল, কলেজ, বিপনী বিতান, যানচলাচল বন্ধ। সার্বিক সামাজিক দূরত্বের জন্য সব ধরনের জনসমাগম ও মানুষের যোগাযোগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ । ইতালির মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিক ঠাকুর।