গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2025-01-03 20:25:21

এবারের ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতেই নিবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেন না থাকে, শিক্ষা মন্ত্রণালয়কে আমি তা বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তটি আমাদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও একাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর