ক্যাম্পাসের সামনে থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবি জবি শিক্ষক সমিতির

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাসস্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবি শিক্ষক সমিতির/ছবি: সংগৃহীত

বাসস্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবি শিক্ষক সমিতির/ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের উপর হামলার ঘটনায় একাধিক কর্মসূচি ও দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড সরিয়ে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির শিক্ষকগণ।

বিজ্ঞাপন

এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, আমরা শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেইটের সামনে বাসস্ট্যান্ড থেকে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করা হয়। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী সম্ভবত এখানে বাসস্ট্যান্ড থাকার কথা না। কিন্তু এই বাসস্ট্যান্ডের কারনে আমাদের শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে।

তিনি বলেন, এই জায়াগায় জ্যামের অন্যতম কারন এই বাসস্ট্যান্ড। এতে অল্প একটু জায়গা আসতে আমাদের অনেক সময় লেগে যায়। কোনো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড শিক্ষকগণ মেনে নিবেন না। যদি বাসস্ট্যান্ড সরিয়ে না নেওয়া হয় আমরা শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচিতে যাব।

বিজ্ঞাপন

এসময় প্রক্টরের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামীকাল ৮ জানুয়ারি দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত সত্য উদ্ঘাটন করর দাবি, দোষীদের বিচারের আওতায় আনার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবী জানায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনসহ একাধিক শিক্ষক।