বাণিজ্যের আড়ালে অর্থপাচার করলেই ৫০ শতাংশ জরিমানা

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:42:28

বাণিজ্যের আড়ালে অর্থপাচার করলেই ৫০ শতাংশ জরিমানা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বা ভুয়া বিনিয়োগ দেখিয়ে অর্থপাচার করা হলে সেই টাকার ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এই প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট। করোনা থেকে মুক্তি এবং মানুষের জীবন মানে স্বস্তি ফেরাতে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগ দেখানোর মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার ও কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বিধান অনুযায়ী যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং করে পাচার করা হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার ওপর ৫০ শতাংশ হারে কর আরোপিত হবে।

আরও পুড়ন: সংকট উত্তরণে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি, বরাদ্দ ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা

বাজেটে ওষুধ-কৃষি যন্ত্রপাতি-পোলট্রির দাম কমছে

ব্যাংক ঋণ ৮৪ হাজার কোটি টাকা, আগের বছরের চেয়ে দ্বিগুণ

শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৪ হাজার ৬৭৭ কোটি টাকা

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি

সামাজিক নিরাপত্তায় ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা

এ সম্পর্কিত আরও খবর