বর্ষাকাল এড়াতে ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৩০ জুন) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি আমরা।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী জানান, বৃষ্টির কারণে পরীক্ষার হলে দেরিতে পৌঁছানো শিক্ষার্থীদের পুরো সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।