এ বছরই মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘বেঙ্গলী বিউটি’।
কিন্তু সেটি এখনও খুব বেশি দর্শক দেখতে পারেনি।
ফলে, ‘বেঙ্গলী বিউটি’ আবারও বড় পরিসরে মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর।
এরইমধ্যে খবর এসেছে আরও একটি।
শুটিং শেষ এর।
তবে নাম চূড়ান্ত হয়নি এখনও।
চলচ্চিত্রটি নির্মান করেছে প্যারাসুট এডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল।
টয়া বলছেন-
এক বছর পর আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। এর আগে যে কাজগুলো করেছি সেগুলা থেকে এটা একটু ভিন্ন ধরনের একটা কাজ। যেখানে একজন নারীর আত্মবিশ্বাসের গল্প থাকে চুল নিয়ে। কাজটি করে খুব ভালো লেগেছে।
টয়া ব্যস্ত আছেন বেশকিছু নাটকের কাজ নিয়ে।
এতে টয়ার সঙ্গে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ।