জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শংকরের খোঁজ মিলছিল না। আউটডোর শুটিংয়ে গিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। অবশেষে মিলল তার খোঁজ। তবে জীবিত নয়, মৃত। গতকাল রোববার কেরালার একটি হোটেলের কক্ষ থেকে ৪৫ বছর বয়সী অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুই দিন অভিনেতাকে কক্ষ থেকে না বের হতে দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বেরোনো পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় অভিনেতার দেহ। দিলীপ শংকর মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত।
বিজ্ঞাপন
জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। আবার সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান, কিন্তু দুই দিন পর তার মৃত্যুর খবর মেলে।
দিলীপ শংকরের সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।
বিজ্ঞাপন
হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
গেল বছর নিজের জন্মদিনে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে ‘জংলি’ নামে নতুন ছবির ঘোষণা দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে নতুন বছরের প্রথমদিন সিয়াম জানিয়ে দিলেন, চলতি বছর সিনেমা হলে আসছে ‘জংলি’।
এই সিনেমার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন সিয়াম। তাই ‘জংলি’র চরিত্রটা গেল এক বছর আগলে ধরে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক।
থার্টি ফার্স্ট নাইটে সিয়াম ফেসবুকে লেখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। পরিচালনার দায়িত্বে আছেন এম রাহিম। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সব কিছুই আগে। বলা চলে, পুরাদস্তুর কমার্শিয়াল সিনেমা। সিনেমার শুটিং শেষে ভারতে পোস্ট প্রডাকশনের কাজও শেষ। চমক নিয়ে আসবে ‘জংলি’ যা চলতি বছর সিনেমা হলে দেখা যাবে বলে জানালেন সিয়াম।
তার কথায়, ‘২০২৪ সালে সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি ২০২৫ সালে। আপনারা সিনেমা হলে আসবেন। আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমা হলে বসে। এটাই আমার কামনা। দারুণ চমক নিয়েই ‘জংলি’ আসছে ২০২৫ সাল।’
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। ‘জংলি’র সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
পর্দা উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্রবিষয়ক আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
তবে দর্শকের সবচেয়ে আগ্রহ থাকে দেশিয় নতুন ছবিগুলো নিয়ে সাজানো উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’ নিয়ে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই বিভাগে এবার ১০টি সিনেমা জায়গা করে নিয়েছে।
তারই একটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। রুনা খান ছাড়াও ছবিটিতে রয়েছেন রোকেয়া প্রাচীর মতো গুণী অভিনেত্রী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, সুজাত শিমুলসহ অনেকে।
এবারই প্রথম নয়, এর আগেও ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিলো। যারমধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’। ‘হালাদা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।
ফলে এবারের ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি নিয়ে কতোটা এক্সাইটেড? জানতে চাইলে রুনা খান বার্তা২৪.কমকে বলেন, ‘‘আসলে কিছু প্রাপ্তি থাকে যার কোন তুলনা হয় না। একজন নারী যতোবার সন্তানের মা হন, ততোবারই একই রকম এক্সাইটমেন্ট, একই রকম শিহরনের মধ্য দিয়ে যান। তেমনি একজন শিল্পী যতোবারই জাতীয় পুরস্কার পাক না কেন, অনুভূতি একই রকম আনন্দের থাকে। আমার কাছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি থাকাও একই রকম আনন্দ ও সম্মানের। কারণ এটি আমাদের দেশের চলচ্চিত্রবিষয়ক সবচেয়ে বৃহৎ ও সমৃদ্ধ আয়োজন।’’
রুনা খানের ‘নীলপদ্ম’ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।
এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি দুদিনই উপস্থিত থেকে ছবিটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। যতো বেশি দর্শকের কাছে ছবিটি পৌঁছবে ততোই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই ছবিটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।’
প্রসঙ্গত, এ বছর রুনা খানের ‘নীলপদ্ম’র পাশাপাশি ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ জায়গা পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়া সিনেমা ‘প্রিয় মালতী’, কুসুম সিকদারের রচনা, পরিচালনা, প্রযোজনায় প্রথম সিনেমা ‘শরতের জবা’, তাসনিয়া ফারিনের অভিষেক সিনেমা ‘ফাতিমা’, আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’, শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা ‘রক্তজবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’সহ আরও ২টি ছবি।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা আগে আটটি সিনেমার নাম ঘোষণা করেছিলাম। এবার আরও দুটিসহ সর্বমোট ১০টি সিনেমার নাম ঘোষণা করেছি। দর্শকদের জন্য শৈল্পিক বিচারে কিছু পরিবর্তনের মাধ্যমে সিনেমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’ বরাবরের মতো ঢাকা উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।
নতুন বছরের শুরুতেই আজ (২ জানুয়ারি) সকালে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে অবাক করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন তিনি। বর এবং কনে দু'জনেই প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করে বিয়ের মঞ্চে হাজির হন।
আশনাকে দেখা গেল কমলা লেহেঙ্গায়, আর আরমান বেছে নিয়েছিলেন প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, 'তু হি মেরা ঘর।'
গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন স্বনামধন্য ফ্যাশন এবং বিউটি ভ্লগার, পাশাপাশি তিনি ইউটিউবারও। ২০২৩ সালে তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার খেতাব পান।
আরমান এবং আশনা ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান করেন। সেদিন আরমান পরেছিলেন বেইজ রঙের প্যান্টস্যুট, আর আশনার পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস।
প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে চলচ্চিত্রের কায়দায় আংটি পরান আরমান। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'আমাদের চিরদিন একসঙ্গে থাকার সফর এখন থেকেই শুরু।'
বর্তমান সময়ে আরমান মালিক অন্যতম জনপ্রিয় গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। হিন্দি ছাড়াও তিনি তেলুগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মরাঠি, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু এবং মালয়লম ভাষায় গান গেয়েছেন। তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই।
‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির সফলতার জন্য অভিনন্দন জানাল বলিউড তারকা আমির খানের প্রযোজনা সংস্থা। জাবাবে ধন্যবাদ জানালেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। তবে এখনো আমিরের ‘দঙ্গল’ ছবির রেকর্ড ভাঙতে পারেনি আল্লুর ‘পুষ্পা ২’।
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি।
‘পুষ্পা ২’-এর সফলতা দেখে আমির খান প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘“পুষ্পা ২: দ্য রুল” ছবির ব্লকবাস্টার সফলতার জন্য একেপির (আমির খান প্রোডাকশন) পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনাদের অবিরাম সফলতা কামনা করি। ভালোবাসা। টিম একেপি।’
জবাবে আল্লু অর্জুন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আপনার অসংখ্য শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেপির পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ।’ আমিরের এই পোস্ট ঘিরে ‘পুষ্পা ২’ ছবির নির্মাতা মাইথ্রি মুভি মেকার্স এক্স হ্যান্ডলে লিখেছে, ‘একেপিকে ধন্যবাদ। “পুষ্পা ২”-এর এই সফলতা আমাদের ভারতীয় সিনেমার শক্তি দেখিয়েছি। একেপির প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা।’
‘পুষ্পা ২’ ছবি মুক্তির ২৫ দিনে ১ হাজার ৭৬০ কোটি রুপি আয় করেছে। এই ছবির হিন্দি সংস্করণ আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি। তবে আমির খানের ‘দঙ্গল’ ছবির বিশ্বব্যাপী রেকর্ডকে এখনো টেক্কা দিতে পারেনি আল্লুর এই ছবি। ‘দঙ্গল’ সারা দুনিয়ায় ব্যবসা করেছিল ২ হাজার ৭০ কোটি রুপি।
এদিকে ‘পুষ্পা ২’ ছবি মুক্তির চার সপ্তাহ পরও বক্স অফিসে হুংকার দিচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘বনবাস’, ‘বেবি জন’কে ধরাশায়ী করেছে আল্লুর এই ছবি। এখন দেখার অপেক্ষা, ‘পুষ্পা ২’ বক্স অফিসের দৌড়ে ‘দঙ্গল’কে ধরাশায়ী করতে পারে কি না।