এই শহরে প্রতিদিনই ছুটে চলছে মানুষ। নিজ নিজ প্রয়োজনেই এই ছুটে চলা। একে অন্যের পাশাপাশি চলছে প্রতিনিয়ত। কিন্তু বোঝার উপায় থাকে না, কার আসল চরিত্র কেমন।
তাই তো শহরের কিছু মানুষ ঠকে, আর কিছু মানুষ ঠকায়। যারা ঠকায় তাদের ডান-বাম খেলায় বোকা বনে যায় সাধারণ মানুষ। এমনি করেই কি চলবে, সেই ঠকবাজদের জীবন? এর শেষ পরিণতিই বা কী? এসব প্রশ্নের জবাব মিলবে বিশেষ ওয়েব নাটক ‘উহ্ লা লা’ থেকে।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তিন মুখ মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব ও সাফা কবির।
নির্মাতা জানান, প্রথমবারের মতো দর্শক টয়া ও সাফা কবিরকে ব্যতিক্রমী দুটি চরিত্রে দেখতে পাবেন এই ওয়েব নাটকে।
‘উহ্ লা লা’ প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৯ নভেম্বর, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ‘ধ্রুবটিভি’তে উন্মুক্ত হবে এই ওয়েব নাটকটি।