মাত্র তিন–চার ঘণ্টা ঘুমাতেন হিমি, অর্নাসে সিজিপিএ ৩.৫৮

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:05:29

একসঙ্গে দুইটা কাজ হয় না। তাই পরিবারের প্রথম কথা পড়াশোনায় ভালো করতে হবে। তারপর অন্য কিছু। তাহলে অভিনয়ের কী হবে? স্নাতকে ভর্তি হয়ে এই ভাবনাই ছিল তরুণ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি পড়াশুনায়ও সাফল্যে ছাপ রেখেছেন।সম্প্রতি সফলতার সঙ্গে গ্র্যাজুয়েশন শেষ করলেন ছোট পর্দার অভিনেত্রী হিমি। হিমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন।

অভিনয় ও পড়াশুনা একসেঙ্গে চালাতে কম কষ্ট করতে হয়নি হিমিকে। দিনভর শুটিং শেষে গভীর রাতে বাসায় ফিরতেন। মাত্র ৩-৪ ঘণ্টা কখনো ২ ঘণ্টা ঘুমিয়ে আবার সকাল ৮টায় যেতেন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে। ক্লাস শেষে আবার চলে যেতেন শুটিংয়ে।

হিমি বলেন, গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না, সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। কারণ ঠিকমতো পড়াশোনা আর অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুবই কষ্ট ছিল।

শুটিংয়ে কিছুটা বিরতি। সবাই আড্ডা দিচ্ছেন। এর মাঝেই হিমি ল্যাপটপ খুলে শুরু করেছেন পড়াশোনা। করোনার সময় অনলাইনে পরীক্ষা দিয়েছেন।
হিমি বলেন, ‘আমি পড়াশোনা ও অভিনয় নিয়ে এতটাই চাপে ছিলাম যে একদিন অভিনেতা বাবু ভাই জানান, এই মেয়েটা পড়াশোনা-অভিনয় দুই জায়গায় সমানতালে সমান দেয়, খুব কষ্ট করে। দুই জায়গায়ই সে ভালো।

স্নাতকে কত সিজিপিএ পেলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার সিজিপিএ ৩.৫৮। প্রথম সেমিস্টারে ৩.৮০ পেয়েছিলাম। পরে অভিনয় নিয়ে ব্যস্ত হওয়ার কারণে পরের প্রতিটি সেমিস্টারে রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। তারপরও আমি খুশি। পরিবারও খুশি।

এ সম্পর্কিত আরও খবর